
চলে গেলেন বলিউড প্রখ্যাত অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক | মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর | বৃহস্পতিবার ভোররাতে প্রয়াত হলেন সতীশ কৌশিক । সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর খবর জানাতেই শোকে ভেঙে পড়েন বলিউড তারকারা |
মৃত্যু সংবাদ টুইট করে অনুপম লিখেছেন, জানি এই পৃথিবীর শেষ সত্যি হলো মৃত্যু | কিন্তু কখনো ভাবিনি প্রিয় বন্ধুর এই খবর আমাকেই দিতে হবে | গত ৪৫ বছরের বন্ধুত্ব ফুলস্টপ পড়ে গেল | সতীশ তোমাকে ছাড়া জীবন আর সে রকম থাকবে না | ওম শান্তি” |
প্রসঙ্গত রাম লক্ষণ, দিবানা মাস্তানা, সাজন চলে শ্বশুরাল, ছবির মত একাধিক ছবিতে অভিনয় করেছিলেন তিনি |
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির