
হায়দ্রাবাদে প্রজেক্ট কে সিনেমার শুটিং এর সময় চোট পেয়েছেন বিগ বি | এই ঘটনায় বিগ বি পাজরে কাটিলেজ ভেঙেছে বলে জানিয়েছেন সিনিয়র বচ্চন ।
তবে নিজের ব্লগ থেকে অমিতাভ বচ্চন একটি পোস্ট করে, সেখানে লিখেছেন, “হায়দ্রাবাদে প্রজেক্ট কে এর শুটিংয়ের সময় অ্যাকশন শটের সময় আমি আহত হয়েছি | পাঁজরের কার্টিলেজ ভেঙে গিয়েছে এবং ডান পাঁজরের খাঁচার বেশি ছিড়ে গিয়েছে | ডাক্তারের সঙ্গে কথা হয়েছে | এবং হায়দ্রাবাদে এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করা হয়েছে | এবং এরপরে বাড়ি ফিরছি” |
পাশাপাশি নিজে ব্লগ থেকে আরো জানিয়েছেন বিগ বি,” আমি জলসায় বিশ্রাম করছি এবং সমস্ত প্রয়োজনীয় কাজকর্মের জন্য একটু নড়াচড়া করছি | তবে হ্যাঁ বিশ্রামে রয়েছে এবং শুয়ে আছি” |
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির