
আগামী এপ্রিল থেকে চালু হচ্ছে গঙ্গার নিচে মেট্রো পরিষেবা | এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে মেট্রোর অস্থায়ী ট্রাকের শুরু হচ্ছে ট্রায়াল রান | কলকাতা একাধিক রুটে কাজ চলছে জোড় কদমে | মেট্রো প্রকল্পের প্রথম পরিষেবা চালু হয় সেক্টর ফাইভ থেকে ফুল বাগান পর্যন্ত । এখন শিয়ালদা পর্যন্ত মেট্রো চলছে |
এদিকে মেট্রোর কাজ করতে গিয়ে বউবাজার বিপর্যয় ঘটেছে একাধিকবার | অবশেষে বিপর্যয় এলাকা টানেল কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ শেষ হলো | শুক্রবার সকালে বাড়ি ফিরেছেন বাসিন্দারা | স্বস্তিতে মেট্রো নির্মাণকারী সংস্থা |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়