আজ উত্তর পূর্বে তিন রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণা | সঙ্গে এ রাজ্যের সাগরদিঘী কেন্দ্রের উপনির্বাচনেরও | তবে ভোট মিটলেই বুথ সমীক্ষা করা হয় | ব্যতিক্রম ঘটেনি এবারও | কিন্তু ভারতে অনেক ক্ষেত্রেই বুথ ফেরত সমীক্ষার ফল মেলেনি । ছোট ছোট রাজ্যগুলি যেমন ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয় বুথ ফেরত সমীক্ষা মিলে গেলে ভোটের ফলে বড়সড় হয়ে ফের ঘটবে |
তবে এবার মেঘালয় বিধানসভা ভোটে তৃণমূলের ফল ভালো হওয়ার ইঙ্গিত মিলেছে | তবে অধিকাংশ সমীক্ষায় দেখা যাচ্ছে ত্রিপুরা নাগাল্যান্ডে ক্ষমতায় ফিরছেন বিজেপি | এদিকে উত্তর-পূর্ব তিন রাজ্যের সঙ্গে ভোট হল মুর্শিদাবাদ এর সাগরদিঘিতেও । ভোট মানে উপনির্বাচন |

More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব