লাইন থেকে বেরিয়ে গেল টয় ট্রেন | ঘটনাটি ঘটেছে কার্শিয়াং এর কাছে | তবে কোন ভাবে প্রাণে বাঁচলেন গাড়ি চালক |
বৃহস্পতিবার সার্ভিসিং এর জন্য দার্জিলিং থেকে তিনধারিয়া সিডে আনা হচ্ছিল। এটিকে টেনে আনছিল একটি স্টিম ইঞ্জিন । কার্শিয়াং এর গোথালের কাছে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে যায় | এবং রাস্তার পাশে কাত হয়ে পরে ইঞ্জিনটি | তবে সেই সময় ইঞ্জিনে কোন যাত্রী না থাকায় সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি ।
প্রসঙ্গত এর আগেও একাধিক বা দুর্ঘটনার কবলে পড়েছে টায় ট্রেন | গত বছর ২২ মার্চ টয় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির |
More Stories
পদ্মাপারের জঙ্গি গোষ্ঠীর নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা