
করোনা ভাইরাসের পর রাজ্যে আতঙ্ক বাড়াচ্ছে এডিনো ভাইরাস | আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা | আর তার আগে ভাইরাসে বারবারন্ত মাথাচাড়া দিয়ে উঠেছে | তবে মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ‘সিক রুম’ স্বাস্থ্যকর্মি থাকবেই |
পাশাপাশি জোর দেওয়া হয়েছে সচেতনতার উপর | তবে মাধ্যমিক পরীক্ষার মধ্যেই ১২ ঘন্টার বন্ধের ডাক দিয়েছে জিটিএ বিরোধীরা | তবে পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে এই বন্ধ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন শিক্ষামন্ত্রী | তিনি জানিয়েছে, “মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে বন্ধ ডাকা সমীচীন নয় | পাহাড়ের ছেলে মেয়েদের পরীক্ষা দিতে যেতে সমস্যা হতে পারে | যারা বন্ধ দেখেছেন আপনারা অনুগ্রহ করে প্রত্যাহার করুন” |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন