September 17, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

অভিষেকের ডাকে নিশীথ প্রামানিকের বাড়ি ঘেরাও কর্মসূচি

অভিষেকে ডাকে নিশীথ প্রামানি প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে সকাল থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে বিক্ষোভ চলছে ঘাসফুল শিবিরের | এরই মধ্যে বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, “ভবিষ্যতে অভিষেকের বাড়ি ঘেরাও করা হতে পারে” | অবশ্য তার পাল্টা হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের রাজ্য সভাপতি কুনাল ঘোষ জানিয়েছেন, “ভুলেও বাড়াবাড়ি করলে স্বাস্থ্য সাথী কার্ডটা সাথে রাখবেন | আমরাই বিনামূল্যে চিকিৎসাটা করিয়ে দেব” ।

প্রসঙ্গত বিএসএফের গুলিতে কোচবিহারের রাজবংশী যুবক প্রেম কুমার বর্মনের মর্মান্তিক মৃত্যু ঘটেছিল | এর প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির ঘেরাওয়ের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | সেই মতো রবিবার কোচবিহারের ভেটাগুড়ির চৌপট্টিতে অবস্থান মঞ্চে বিক্ষোভ দেখাচ্ছেন তারা |