November 4, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

দেশে ফিরল ভারতবর্ষের বিপর্যয় মোকাবিলা দল

কিছুদিন আগে প্রবল ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে তুরস্ক | তুরস্ক দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ভারত | এবার ভূমিকম্পের পরে সে দেশে ২ সপ্তাহ ধরে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছে ভারতবর্ষের বিপর্যয় মোকাবিলা বাহিনী | অবশ্য এ দিন দেশে ফিরল সেই উদ্ধারকারী দল |

ধ্বংসস্তূপদের মধ্যে থেকে বেঁচে ফেরা জনতার হাততালি এর মধ্যেই কাজ শেষ করেছে ভারতের বিপর্যয় মোকাবিল দল | ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে জানিয়েছেন, “জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সব দল দেশে ফিরে এসেছে | সব মিলিয়ে ১৫১ জন উদ্ধারকারী তুরস্ক গিয়েছিল | ভূমিকম্পে বিধ্বস্ত নুরদাগি ও আন্তাকীয়ার ৩৫টি জায়গায় কাজ করেছেন তারা ।