
রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আজ রাজভবনের রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পরই বিবৃতি জারি করে আইন-শৃঙ্খলা, ভোটে হিংসা সহ বেশ কয়েকটি বিষয় সরব হলেন রাজ্যপাল |
সিভি আনন্দ বোস রাজ্যপাল পদে আসার পর থেকে তাকে নিশানা করে চলেছে গেরুয়া শিবির | রাজ্যপাল কে জেরক্স মেশিন বলেও কটাক্ষ করা হয়েছে |
তবে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল বিবৃতি জানান | এখানে তিনটি বিষয়ের উপর জোর দিয়েছেন রাজ্যপাল । তার মধ্যে অন্যতম হলো আইনের শাসন মানুষের উন্নয়ন ও সংবিধান কে প্রাধান্য দেওয়া | রাজ্যবাসী দুর্বল অংশের কথা তিনি জানেন | এ নিয়ে তিনি ব্যবস্থা নেবেন | পাশাপাশি আচার্য সংক্রান্ত বিল এখনো রাজ্যপালের কাছ থেকে সই হয়ে আসেনি | এনিও তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন রাজ্যপাল |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন