September 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সুকান্ত মজুমদারের

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আজ রাজভবনের রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পরই বিবৃতি জারি করে আইন-শৃঙ্খলা, ভোটে হিংসা সহ বেশ কয়েকটি বিষয় সরব হলেন রাজ্যপাল |

সিভি আনন্দ বোস রাজ্যপাল পদে আসার পর থেকে তাকে নিশানা করে চলেছে গেরুয়া শিবির | রাজ্যপাল কে জেরক্স মেশিন বলেও কটাক্ষ করা হয়েছে |

তবে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল বিবৃতি জানান | এখানে তিনটি বিষয়ের উপর জোর দিয়েছেন রাজ্যপাল । তার মধ্যে অন্যতম হলো আইনের শাসন মানুষের উন্নয়ন ও সংবিধান কে প্রাধান্য দেওয়া | রাজ্যবাসী দুর্বল অংশের কথা তিনি জানেন | এ নিয়ে তিনি ব্যবস্থা নেবেন | পাশাপাশি আচার্য সংক্রান্ত বিল এখনো রাজ্যপালের কাছ থেকে সই হয়ে আসেনি | এনিও তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন রাজ্যপাল |