November 4, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

প্লাস্টিক বোতলের তৈরি জ্যাকেট পড়ে ভাষণ প্রধানমন্ত্রীর

বুধবার রাষ্ট্রপতি ভাষনে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের উপর লোকসভায় বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী | এই দিন তিনি নীল রঙের একটি জ্যাকেট পড়েছিলেন | তবে সেই জ্যাকেট বিশেষভাবে তৈরি করা হয়েছে |

জানা গিয়েছে ‘ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন’ এই জ্যাকেট উপহার দিয়েছে প্রধানমন্ত্রী কে | এটি তৈরি হয়েছে প্লাস্টিকের বোতলকে পুনর্ব্যবহারযোগ্য করে তুলে | ১০ কোটি বোতল থেকে তৈরি করা হয়েছে এই জ্যাকেট |

গত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের শক্তি সপ্তাহের উদ্বোধন করেন | এরপরই এদিন তার জ্যাকেটে থাকলো বিশেষ চমক |