November 4, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

নেফ্রলজির আউটডোর বন্ধের সিদ্ধান্ত মেডিকেল কলেজ হাসপাতালে

একই ছাদের তলায় সমস্ত ধরনের চিকিৎসার সুযোগ মিলে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে | তবে এবার কলকাতা মেডিকেল কলেজ আপাতত নেফ্রলজির আউটডোর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে | তবে কতদিনের জন্য তা বন্ধ করতে হবে তা এখনো জানা যায়নি | এ রাজ্যের বাইরেও বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ আসন কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসার কারণে | কিডনির অসুখে ভোগের এমন কোন রোগের সংখ্যা কম নয় | কিন্তু নেফ্রলজির বিভাগে আউটডোর চলে সপ্তাহে মাত্র একদিন | শুধুমাত্র বুধবার | এবার সেই আউটডোর বন্ধ হয়ে গেল |

সেখানে নাকি একজন মাত্র চিকিৎসক ছিলেন | জানা গিয়েছে সম্প্রতি তিনি বদলি হয়ে গিয়েছেন এসএসকেএম হাসপাতালে | তার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে |