লক্ষ ২০২৪ | তার আগে ফেব্রুয়ারি মাস থেকে পুরো দমে শুরু হয়ে যাচ্ছে বঙ্গ সফর | ইতিমধ্যেই এক দফা বঙ্গ সফর সেরে গিয়েছেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা | এরই মধ্যে জানা যাচ্ছে বঙ্গে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | তবে জেপি নাড্ডার মতোই অমিত শহর বঙ্গ সফরও সংক্ষিপ্ত |
আগামী ১১ ই ফেব্রুয়ারি কলকাতায় আসবেন তিনি | পরদিন অর্থাৎ ১২ তারিখ সকালে দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী | সেদিন দুই জেলায় জোড়া জনসভা করবেন তিনি | বর্তমানে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমের ভালো ফল করার সুযোগ দেখছে বিজেপি | সে কারণে রাজ্য নেতারা ঘুরে যাচ্ছেন বীরভূম ।

More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব