
মঙ্গলবার থেকে সংসদে বসছে বাজেট অধিবেশন | আগামী 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট অধিবেশন | তার আগে মন্ত্রীদের সঙ্গে রবিবার এক প্রস্তর বৈঠক সয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | সেই বৈঠকে বেশ কিছু জনমুখী প্রকল্প রয়েছে বলে জানা গিয়েছে |
জনতার দরবারে সরকারি প্রকল্প পৌঁছে দিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ অনন্য | দুয়ারে সরকার”, “দিদির সুরক্ষা কবজ” ইত্যাদি নানা কর্মসূচির মাধ্যমে গ্রামে গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দল | আর এবার সেই একই পথে হাঁটতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা বোঝাতে একেবারে মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে হবে | বোঝাতে হবে এসবের সুবিধা |
More Stories
প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুকেশ আম্বানি
গুজরাটের জামনগরের প্রাণিবিদ্যা উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট
‘মায়ের সাথে সেজে উঠুন’ স্মার্ট বাজারের সাথে