
আজ থেকে শুরু হলো ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হলো আন্তর্জাতিক বইমেলার | তবে এই বইমেলা বিশ্ব দরবারে অন্যতম জায়গা করে নিয়েছে | কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আসতে যাতে কোন অসুবিধা না হয় সেই জন্য পরিবহন মন্ত্রীকে বাস পরিষেবা বাড়ানোর নির্দেশ দিলেন মুখোমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
প্রসঙ্গত এই দিন সভা মঞ্চে দাঁড়িয়ে এ কথা জানান তিনি | এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শুভপ্রসন্ন রায় | শীর্ষেন্দু মুখোপাধ্যায় | অরূপ বিশ্বাস | শান্তনু সেন সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা | এদিন মঞ্চ থেকে পাবলিশার্সদের পাশে থাকার বার্তা জানার মুখ্যমন্ত্রী | পাশাপাশি বইপ্রেমীদের সুবিধার জন্য বাস পরিষেবা বাড়ানোর ফলে বইমেলা তে আসতে অনেকটাই সুবিধা হবে সাধারণ মানুষের | অন্যদিকে, কোনরকম দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য অগ্নি নির্বাপন ব্যবস্থার দিকেও নজর রাখার নির্দেশ দেন দমকল মন্ত্রীকে |
More Stories
সভামঞ্চ পরিদর্শনে এসে প্রধামন্ত্রীর নাম না করে তোপ দাগলেন তৃণমূল নেত্রী
ফের মেট্রো বিভ্রাট
কসবা কলেজে ‘গণধর্ষণে’র ঘটনায় মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু