অপেক্ষা এবার শুধু সবুজ সংকেতের | সবুজ সংকেত পেলেই শুরু হবে ট্রায়াল রান | আজ কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে প্রথম দফায় সেকশনের ইন্সপেকশন করে কমিশনার অফ রেলওয়ে সেফটি | সেপ্টেম্বর মাসে 24 তারিখে ট্রায়াল রান শুরু হয়েছিল এই লাইনে । তবে সিগনালিং ব্যবস্থা না থাকার জন্য তারাতলা লাইনের মতো ওয়ান রেক সার্ভিস চলবে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত |
মেট্রোপথের সিআরএস পরিদর্শন করেন এদিন | জানা যাচ্ছে CRS ইন্সপেকশন এর পর সবুজ সংকেত পেলেই এই লাইনের ৫ টি স্টেশন যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত হয়ে যাবে । তিন দফা সফল ট্রায়াল রানের পর, আজ সি আর এস ইন্সপেকশন সফল ভাবে উৎরে গেলে, এই পথে যাত্রী পরিষেবা চালু করতে আর বাধা থাকবে না |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী