September 16, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

চলতি মাসে মুক্তি পেতে চলেছে “পাঠান”

চলতি মাসে আগামী ২৫ শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি “পাঠান” | পাঠান মুক্তির অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছে নেটিজেনরা । প্রায় চার বছরের বেশি সময় পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান | তাই তার ফ্যানেদের আগ্রহ কিছুটা হলেও বেশি |

পাঠান ছবি ট্রেলার রিলিজ করার পর থেকে বারবার চর্চিত হয়েছে বিভিন্ন সিন | তবে ছবি ট্রেলারে রোম্যান্স একশন সবই চোখে পড়েছে | এক অন্যরকম অ্যাকশন মুডে এই ছবিতে ধরা দিয়েছে শাহরুখ ও দীপিকা | ট্রেলার প্রকাশিত হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গিয়েছে তা |