
আজ ১২ই জানুয়ারি অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিন | স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সারা ভারত জুড়ে পালন করা হচ্ছে দিনটিকে । ভারত সরকার এই দিনটিকে ন্যাশনাল ইয়ুথ ডে হিসাবে ঘোষণা করেছিল | তারপর থেকেই সারম্বরে দেশের বিভিন্ন জায়গায় মর্যাদার সঙ্গে পালন করা হয় দিনটি ।
অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কর্মসূচি এদিন দেশজুড়ে একাধিক কর্মসূচি পালন করে | এদিন স্বামীজীর বাসভবনে কর্তব্যরত প্রত্যেক পুলিশকর্মী ও দুস্থ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয় | অল ইন্ডিয়া হিউম্যান রাইট চেয়ারম্যান বুম্বা মুখোপাধ্যায়ের উদ্যোগে এদিন স্বামীজীর বাড়িতে একাধিক কর্মসূচি পালন করা হয় ।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়