September 16, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ছোট পর্দায় অভিনয় ছাড়ছেন রুশা

ছোট পর্দায় অভিনয় ছাড়ছেন রুশা | জানা গিয়েছে, অভিনেত্রীর বিয়ে উপলক্ষে অভিনয় জগত থেকে এই বিরতি | চলতি মাসের উনিশে জানুয়ারি বিয়ে করতে চলেছেন অভিনেত্রী | তবে প্রেম নয় বাবা-মার পছন্দ করা পাত্রর সাথেই সাত পাকে ঘুরবেন তিনি |

বিয়েতে থাকবে সবেকি ও আধুনিকতার ছোঁয়া | বিয়েতে থাকবে মেহেন্দি, সংগীত ও আইবুড়ো ভাতের অনুষ্ঠান | তবে জানা গেছে হবু বর আমেরিকায় থাকেন, ফলে বিয়ের পরই দেশ ছাড়বেন তিনি |

প্রসঙ্গত ছোট পর্দায় জনপ্রিয় সিরিয়াল “ওগো বধূ সুন্দরী” “তোমায় আমায় মিলে” ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন রুশা |