September 16, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ইতিহাস গড়লো আরআরআর

ইতিহাস গড়লো আরআর আর | আরআরআর বেস্ট অরিজিনাল গানে পুরস্কার পেয়েছে ভারতীয় এই ছবি | হলিউডের অন্যতম এওয়ার্ড গোল্ডেন গ্লোব পেল রাজামৌলির ছবি আরআরআর | এই গানের কম্পোজার এমএম কিরাবাণী এবং গায়ক কাল ভৈরব এবং রাহুল এই গানটির জন্য পুরস্কার পান |

জানা গিয়েছে, গানটির দৃশ্যায়ন ইউক্রেনের কিভের মারিনস্কি প্যালেসের সামনে হয়েছে । এটি ইউক্রেনের প্রেসিডেন্টের প্রাসাদ । শ্যুটিং হয়েছিল, যতদূর জানা গিয়েছে, ২০২১ সালের অগাস্টে |