শিয়রে লোকসভা ভোট | বিভিন্ন রাজ্যে বিজেপির সংগঠনকে মজবুত করতে এবার আসরে নামছেন অমিত শাহ নিজেই |
সূত্রের খবর ৫ই জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ১১ টি রাজ্যের সফর করবেন তিনি | সেই তালিকায় ছিল বাংলা । ১৭ জানুয়ারি এ রাজ্যে আসার কথা ছিল শাহের | কিন্তু শেষ মুহূর্তে সেই সফর সূচি স্থগিত হয়ে গেল | এই বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতি পদে জেপি নাড্ডার মেয়াদ বাড়ানোর প্রস্তাবে আনুষ্ঠানিক শীলমোহর দেওয়া হতে পারে বলে খবর |

More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব