
সময়ের সাথে সাথে আরও একটি বছরকে বিদায় জানালাম আমরা । আমরা হয়ত হিসেব করছি এই চলে যাওয়া বছরটিতে কি পেয়েছি কি পাইনি? কিন্তু আমাদের এই হিসেবের তোয়াক্কা না করে সময় এগিয়েই চলছে।
সময়ের প্রবাহমান গতিতে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছেছি ২০২৩ এর দরজায় | ইংরেজি শুভ নববর্ষের সূচনা লগ্নে টিভি বাংলার দর্শককে জানাই নববর্ষের শুভেচ্ছা |
পৃথিবীব্যাপী সব যুদ্ধ ঝামেলা সত্ত্বেও মানুষ আশা ছাড়তে পারে না একটা ভালো আগামীকালের |
সময়ও যেন আমাদের আবার সুযোগ দিছে আরো একটা নতুন বছর নিয়ে এসে |
এই নতুন বছরে যেন সব যুদ্ধ-মহামারীর অবসান হয়ে পৃথিবীতে স্থাপিত হয় চিরশান্তি |
এই আশা নিয়ে সবাইকে জানাই হ্যাপী নিউ ইয়ার..2023
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়