
রাজ্যজুড়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ | সকাল থেকেছে শহর ঢেকেছিল কুয়াশায় | আলিপুর আবহাওয়া সূত্রে জানা যাচ্ছে, আগামী ৭২ ঘণ্টায় ৬ ডিগ্রী বাড়লো সর্বনিম্ন তাপমাত্রা | তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই কলকাতায় । শীতের আমেজ উধাও থাকবে বুধবার পর্যন্ত |
কলকাতা সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে আকাশ পরিস্কার দেখা যাবে | তাপমাত্রা সামান্য কমেছে | শহরে আপাতত শীতের আমাজ থাকবে বলেই জানা যাচ্ছে আলুর আবহাওয়া দপ্তর সূত্রে | তাপমাত্রার স্বাভাবিক অথবা তার কাছাকাছি থাকবে | উত্তর বঙ্গের মাঝারি কুয়াশা দেখা যেতে পারে | দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 14.6 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 25.2 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন