
করোনা পজিটিভ নাগরিকের হদিশ মিললো কলকাতায় | জানা গিয়েছে কলকাতা বিমানবন্দর এক ব্রিটিশ অস্ট্রেলিয়া নাগরিকের শরীরে করোনা ভাইরাস মিলেছে । কলকাতা বিমানবন্দরের র্যাপিড টেস্ট করাতে ধরা পড়ে তিনি করোনা পজেটিভ | সঙ্গে সঙ্গে তাকে আনা হয় বেলেঘাটা আইডিতে | সেখানেই তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন চিকিৎসকরা ।
আপাতত তার কোন উপসর্গ নেই | তবে র্যাপিড টেস্ট রিপোর্ট পজিটিভ হওয়ার তাকে বেলেঘাটা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়