
শুক্রবার ফের পিছল অনুব্রত মণ্ডলের জামিন মামলা | দুবরাজপুর থানায় দায়ের হওয়া অনুব্রত মামলার কেস ডাইরি চাইল আদালত । জানা গিয়েছে, আগামী তিন জানুয়ারি মামলার পরবর্তী শুনানি |
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল একজন দাপুটে তৃণমূল নেতা | তার জামিনের পথে বারবার কাঁটা হয়ে গিয়েছে প্রভাবশালী তথ্য | তবে এদিন মজার কথার মাধ্যমে বিচারপতি সে কথা আরো একবার মনে করে দিলেন | এদিন অনুব্রতর আইনজীবী কপিল সিব্বলকে মজার ছলে বিচারপতি বলেন, “কেন্দ্র ও রাজ্য উভয় তার বিরুদ্ধে তদন্ত করতে চায় | আপনার মক্কেল এত ভিআইপি আপনার গর্ব হওয়া উচিত” |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়