রাজ্যে উত্তরবঙ্গে তিন জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে | দক্ষিণবঙ্গে সকালে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিস্কার হয়ে যাবে | শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা । গত এক সপ্তাহে শীতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উপরে ওঠেনি।
বড়দিনের আগে বাড়তে পারে তাপমাত্রা | পশ্চিমাঞ্চলের জেলায় শীতের আমেজ আরো একটু বেশি | কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যায় | সপ্তাহ শেষে বাড়বে তাপমাত্রা | উত্তর বঙ্গের মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে | আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে | বিপরীত ঘূর্ণাবর্ত হবে বঙ্গোপসাগরে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 14.8 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 27.2 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের দাপট দেখা যাচ্ছে বঙ্গে
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা