‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’ রিলিজ করার পর এবার সামনে এলো দ্বিতীয় গান | অরিজিত সিং ও সুকৃতির গাওয়া গানে স্ক্রিনে ঝড় তুলেন কিং খান | যা থেকে মুগ্ধ অনুরাগীরা | তবে এর আগে ‘বেশরম রং’ গান নিয়ে তৈরি হয়েছিল নানা বিতর্ক | সেই বিতর্কের অবসান ঘটিয়ে দ্বিতীয় গান প্রকাশে আসা মাত্রই ভাইরাল হয়ে যায় |
সিদ্ধার্থ আনন্দের “পাঠান” ছবির দ্বিতীয় গান অরিজিৎ সিং গাইবেন তা আগে জানিয়েছিল শাহরুখ খান | কিং খানের ঘোষণার কোন পরিবর্তন হলো না | বৃহস্পতিবার “ঝুমে জো পাঠান” গান মুক্তি পাওয়ার পরে শোনা গেল অরিজিৎ সিং এর গলা | তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন সুকৃতি |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী