রাজ্যে দিনরাতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে | শুক্রবারের পর থেকে পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতে উত্তরের হাওয়া প্রবেশ করবে রাজ্যে | যার জেরে ফের শীতের আমেজ বহাল থাকবে রাজ্য জুড়ে | কলকাতা এবং উপকূলে জেলাগুলিতে শুক্রবার থেকে কনকনে উত্তরের হওয়ার প্রবেশ ঘটবে |
বাড়লো তাপমাত্রার পারদ | যদিও সকালে কুয়াশা থাকবে | পরে আকাশ পরিস্কার হবে | রাতে তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলেই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর | সপ্তাহের শেষের দিকে ফিরে নামতে পারে পারদ | আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই জেলায় |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 16.3 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী