December 30, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

এবার মুখোমুখি ফেলুদা – শল্যজিৎ, কি বার্তা বিনিময় হল দুই গোয়েন্দায়?

ফেলুদা এবার অন্য এক গয়েন্দার ইনভেস্টিগেশনের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে। অবাক হচ্ছেন তো? কিন্তু এতাই সত্যি। ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু, শবর, কিরীটীর পর এবার বাংলায় আসছেন নতুন এক গোয়েন্দা শল্যজিৎ। শল্যজিতের প্রিয় বন্ধু সৌম্য হঠাৎ খুন হয়। ময়না তদন্তে জানা যায় বিষক্রিয়ায় মারা গিয়েছে সে। কিন্তু কে খুন করল সৌম্যকে? তারই রহস্যভেদে আসরে নামে শল্যজিৎ।

এই প্রেক্ষাপটেই আসছে পরিচালক তুহিন সিংহ এবং রাহুলের আগামী ছবি এবার শল্যজিৎ। আর এই ছবিতেই এক্তি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সঙ্গে থাকছেন মাধবী মুখোপাধ্যায়ও। শল্যজিতের চরিত্রে রয়েছেন সঞ্জয় সিংহ এবং সৌম্যর চরিত্রে দেখা যাবে দিব্যেন্দু শেখর দাসকে।

ছবিটির শুটিং হয়েছে কলকাতা, উত্তরবঙ্গ এবং সিকিমের মনোরম সব জায়গায়। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন নির্ভীক গোস্বামী। গীতিকার সূর্য চট্টোপাধ্যায়। ফেলুদা – শল্যজিতের মুখোমুখি উপস্থিতি দর্শকদের কতটা নজর কাড়ে সেটাই এখন দেখার।