September 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

১৫ই ডিসেম্বর থেকে কাঙ্ক্ষিত শীত পাবে বঙ্গবাসী

১৫ই ডিসেম্বর থেকে কাঙ্ক্ষিত শীত পাবে বঙ্গবাসী | আগামী কয়েক দিনের রাতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে | সপ্তাহের শেষে ফের শীতের সম্ভাবনা রাজ্যে | আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে |

মান্দাসের প্রভাব কাটতেই ফিরল শীত। ফের স্বমহিমায় শীত। এক ধাক্কায় দু-ডিগ্রি কমল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা | ডিসেম্বর সামান্য করে বাড়বে তাপমাত্রা এমনটাই মনে করা হচ্ছে। কিছুটা বাড়বে আপেক্ষিক আর্দ্রতা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আকাশ আংশিক মেঘলা হতে শুরু করবে বলেও জানানো হয়েছে।

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 16.3 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |