November 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল

বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল | ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ট্রাইবেকার ৪-২ গোলে হেরে গেল ব্রাজিল | ম্যাচের অতিরিক্ত সময় ১০৫ মিনিটের মাথায় গোল করেন নেইমার | কিন্তু ম্যাচের ১১৬ মিনিটের মাথায় ক্রোয়েশিয়ার হয়ে গোল শোধ করেন পেটরোভিক |

চতুর্থ শটে মার্কুইন্স কে পোস্ট মারেন | অন্যদিকে ট্রাইবেকারে ক্রোশিয়া চারটি গোল করেন | ফলে নেইমারের লড়াই ও গোল জলে গেল |