
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দূর্ঘটনায় মৃত্যু হল দুই ভাইয়ের । মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মালদার বামোনগোলা থানার ২২ মাইল এলাকায় । হবিবপুর থানার কেন্দপুকুর লক্ষীপুর গ্রামের দুই ভাই বামোনগোলা থানার ফরিদপুরে আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যায় | গভীর রাতে সেখান থেকে ফেরার পথে বাইশ মাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের সাথে বাইকের ধাক্কা লাগে। ঘটনাস্থলে গুরুতর জখম হয় দুই ভাই । তাদের তড়িঘড়ি করে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর দুই ভাইকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসাকেরা ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দুই ভাই সুশান্ত (৩৬) বর্মন | পেশায় স্বর্ণব্যাবসায়ী ও উদয় বর্মন(৩৪) | পেশায় গৃহশিক্ষক। জানা গিয়েছে বামনগোলা থানারফরিদপুরে এক আত্মীয়ের বাড়িতে দুই ভাই মিলে একটি বাইকে করে যায় । বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে গভীর রাতে বাইক নিয়ে ফিরছিল দুই ভাই। সে সময় বামন গোলা বাইশ মাইল এলাকায় রাজ্য সড়কের ওপর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাইক টিকে ধাক্কা মারে | ঘটনাস্থলে ছিটকে পড়ে গুরুতর জখম হন তারা। এরপর স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা । ঘটনায় শোকের ছায়া পরিবারে |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন