
আবহাওয়া অফিস উত্তেজনা যাচ্ছে আগামী ৪৮ ঘন্টায় বাড়বে তাপমাত্রা | তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কলকাতা থেকে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কম থাকলেও শীতের সম্ভাবনা আপাতত নেই |
বুধবার পর্যন্ত সামান্য বাড়বে তাপমাত্রা | সপ্তাহের শুরু থেকেই ফের বাড়তে শুরু করলো তাপমাত্রার পারদ | বৃহস্পতিবার থেকে ফের কিছুটা নামবে পারদ | সপ্তাহের শেষে বাড়বে শীতের আমেজ | তবে রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুই বঙ্গে শীতের আমেজ বজায় থাকবে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 16.5 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন