সবেমাত্র শীত পড়তে শুরু করেছে | এরই মধ্যে পড়ন্ত বিকেলে বাঘ মামার দর্শন পেলেন সুন্দরবনের পর্যটকরা | শীতের মৌসুমে সুন্দরবনে দেখা মিলল বাঘের | বাঘ দেখতে সেই ছবি মোবাইলে ক্যামেরাবান্দী করেন এক পর্যটক |
জাঁকিয়ে শীত পড়া এখনো বাকি | তবে এরই মধ্যে জঙ্গলের বাইরে গায়ে রোদ লাগাতে এসে পর্যটকদের সামনে এলেন বাঘ | মঙ্গলবার কলকাতা থেকে সুন্দরবনে পৌঁছান একদল পর্যটক | বিকেলে তারা লঞ্চে করে জঙ্গলের দিকে যাচ্ছিলেন | ঠিক সেই সময় দোবারকি জঙ্গল থেকে বেরিয়ে আসে রয়েল বেঙ্গল টাইগার |

More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি