আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী সপ্তাহ রাতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি নামতে পারে | চলতি সপ্তাহে চার থেকে পাঁচ দিন কুড়ি ডিগ্রির নিচে থাকবে কলকাতার তাপমাত্রা | হেমন্তে বাতাসে শীতের অনুভব | আজ থেকেই জেলায় নামতে শুরু করেছে তাপমাত্রা পারদ | কার্যতকাল থেকেই কলকাতার শীতের আমেজ | বিহার ও ঝাড়খন্ড লাগোয়া গুলিতে শীতের প্রভাব বেশি থাকবে |
আগামী সপ্তাহ দু থেকে চার ডিগ্রী নামবে তাপমাত্রা | এমনটাই পূর্বাভাস দিল আলীপুর আবহাওয়া দপ্তর | পশ্চিমের জেলা গুলিতে বাড়বে শীতের আমেজ | কলকাতার ও পার্শ্ববর্তী জেলাগুলিতেকমবে তাপমাত্রা | অন্যদিকে, সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে | উত্তরে জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 21 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

                                        
                                        
                                        
                                        
More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি