September 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

আগামী সপ্তাহে কমবে দুই ডিগ্রী তাপমাত্রা

আগামী সপ্তাহ দু থেকে চার ডিগ্রী নামবে তাপমাত্রা | এমনটাই পূর্বাভাস দিল আলীপুর আবহাওয়া দপ্তর | পশ্চিমের জেলা গুলিতে বাড়বে শীতের আমেজ | কলকাতার ও পার্শ্ববর্তী জেলাগুলিতেকমবে তাপমাত্রা | অন্যদিকে, সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে | উত্তরে জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা |

এবার সপ্তাহ শেষে নামবে তাপমাত্রা | কারন শীতের আমেজ প্রবেশ করছে বাংলায় | আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে, আগামীকাল থেকে শীতের ব্যাটিং শুরু হতে চলেছে | পাশাপাশি উত্তরবঙ্গেও নামতে পারে তাপমাত্রা |

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 25 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |