
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা | বাকি উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া দেখা যাবে | তরাই এবং ডুয়ার্সের সকালের দিকে হালকা হিমের পরশ থাকবে | বেলা বাড়লে সেই আরাম উধাও হবে | এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর | দক্ষিণবঙ্গে ভোরের দিকে বহাল থাকবে |
রাতে এবং ভোরে শীত ভাব বজায় থাকবে গোটা রাজ্য জুড়ে | পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে আজ এবং আগামীকাল দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা । আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । গতকালের তাপমাত্রা থেকে আজকের তাপমাত্রা কিছুটা কম |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়