বসন্তের শেষে ঝড়ের পূর্বাভাস রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দমকা ঝড়ো হাওয়া বইবে চলতি সপ্তাহে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতেই বৃষ্টি রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ২ বর্ধমান, হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনাতে বৃষ্টি হতে পারে। এর জেরে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।