
আগের থেকে কিছুটা ভালো আছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | চিকিৎসকের পরামর্শ মত আমেরিকায় গিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চোখের অস্ত্রপ্রচার করানোর সিদ্ধান্ত নেন তিনি | জটিল অস্ত্র পচারের পর এখন আগের থেকে অনেকটাই ভালো রয়েছেন তিনি |
চিকিৎসার জন্য প্রায় তিন সপ্তাহ মার্কিন মুলুকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । দুর্ঘটনায় তার চোখ এতখানি ক্ষতিগ্রস্ত হয়েছিল যে বারবার অস্ত্র প্রচার করতে হয় | সেই কারণে এই গত 14 অক্টোবর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিদেশে বিশেষ অস্ত্রপচার হয় তার |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়