December 24, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কার্নিভালের জন্য চলছে রেড রোডের প্রস্তুতি

গত দু বছর করোনার জন্য এই কার্নিভাল হতে পারেনি । এবার আবারো হতে চলেছে কার্নিভ াল | ইউনেস্কো তরফ থেকে কলকাতা দূর্গা পুজো বিশেষ স্বীকৃতি পাওয়ার পর, কার্নিভালে যে এবার তা উদযাপন হবে সে কথা বলা বাহুল্য | কার্নিভালের কথা মাথায় রেখেই কলকাতা পুলিশের তরফ থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে |

আগামীকাল গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় নিষেধাজ্ঞ করেছে কলকাতা পুলিশ | কার্নিভাল এর আগে সেজে উঠছে রেড রোড | কার্নিভাল দেখতে রেড রোডে ভিড় করবেন হাজার হাজার মানুষ । ইতিমধ্যে কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে |