দশমী সকালে বৃষ্টিতে ভিজলো কলকাতার নানা প্রান্ত | মায়ের কৈলাসে ফেরার দিনও আকাশের মুখ ভার | কলকাতা পাশাপাশি সকালে বৃষ্টি হয়েছে হাওড়াতেও | আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি