কিছুদিন আগেই সামনে এসেছিল একটি ভিডিও | সেখানে দেখা যাচ্ছে ঘর বন্ধ | সেখানে হঠাৎই “ঋতু ঋতু” করে চিৎকার জুড়ে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | ঋতুপর্ণা বললেন “আরে কি হল এত চেঁচামেচি করছ কেন”, আর প্রসেনজিৎ উত্তর দিলেন “এবার বিয়ের ডেটটা কি ঠিক করা উচিত নয়”, এরপর আরো কিছু কথোপকথন | এখান থেকেই জোরালো হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের বিয়ের গল্প |
বোন পল্লবী চট্টোপাধ্যায় ঘটকালিতে অবশেষে ঋতুপর্ণাকে বিয়ে করছেন প্রসেনজিৎ | কিছুদিন আগেই তাদের বিয়ের নেমন্তন্ন পত্র প্রকাশে আসে | কিন্তু তাতে দিন উল্লেখ ছিল না | তবে এবার বিয়ের দিন ঘোষণা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | এই নিয়ে নেট দুনিয়ায় চলছে জোর জল্পনা |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়