
Kolkata, Aug 29 (ANI): TMC General Secretary Abhishek Banerjee addresses during Trinamool Congress Chhatra Parishad foundation day celebrations, in Kolkata on Monday. (ANI Photo)
আজ কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করে ইডি। প্রায় সাড়ে ৬ ঘন্টা ম্যারাথন জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে ছাড়া পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন সকাল দশটা থেকে শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ | জিজ্ঞাসাবাদ এর জন্য দিল্লি থেকে কলকাতা এসেছে ইডির টিম |
জিজ্ঞাসাবাদ এর পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ‘৮ মাস আগে কয়লা পাচার কাণ্ডে ফেরার বিনয় মিশ্রের সঙ্গে ফোনে কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী | তোমাকে দেখে নেব বলে আশ্বাস দিয়েছে শুভেন্দু | ঠিক সেই সময় ফোন রেকর্ড প্রকাশে আনবো” | পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান,” আমি মিথ্যে বললে শুভেন্দু মানহানির মামলা করুন |আদালতে অডিও ক্লিপ জমা দেব | অডিও ক্লিপের ফরেনসিক পরীক্ষা হোক” |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়