
এসএসসি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় | তবে তাদের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত | তার পরিবর্তে ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দিল পার্থ চট্টোপাধ্যায়কে | প্রয়োজনে জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি | পাশাপাশি জানা গিয়েছে ১৪ই সেপ্টেম্বর পরবর্তী শুনানি |
অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তার শারীরিক অসুস্থতার কথা জানান | আইনজীবী জানান, পার্থ চট্টোপাধ্যায়ের রক্তস্বল্পতার সমস্যা রয়েছে | হিমোগ্লোবিন কম | পাশাপাশি শ্বাসকষ্ট সমস্যা রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী | পাশাপাশি, চট্টোপাধ্যায় বলেন, তিনি অসুস্থ | এখন তার কোন পদ নেই | তিনি প্রভাবশালী নন | তার চিকিৎসার দরকার | বাড়িতে থেকে চিকিৎসা চালানোর আর্জি জানান তিনি |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়