দুর্ঘটনার কবলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় | পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে । ঘটনার ২৪ ঘন্টার মধ্যে মারিশদা থানার ওসিকে বদল করা হয় | এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় জল্পনা । এর আগেও একাধিকবার দুর্ঘটনার কপালে পড়েছেন দলনেতার গাড়ি |
মরিচা থানার ওসিকে সরিয়ে পাঠানো হয়েছে পটাশপুরে | অন্যদিকে দীঘা মোহনার ওসি অমিত দেব খেজুরি থানার দায়িত্বে এসেছেন | আর খেজুরি থানার ওসি কে পাঠানো হয়েছে কাঁথি থানায় । সূত্রের খবর, মঙ্গলবার রাতে এই বদলে নির্দেশিকা জারি হয় |
More Stories
কুয়াশা বাড়লেও নেই শীতের আমেজ
ফের মেট্রোয় ঝাঁপ
হাজারও বাধা পেরিয়ে বউবাজারে মেট্রোর টানেল তৈরির কাজ সম্পূর্ণ