করোনা আক্রান্ত বিগ বি | দ্বিতীয় বার করোনা আক্রান্তের কথা টুইট করে জানালেন অমিতাভ বচ্চন | তবে করোনার কোন উপসর্গ নেই বলেই জানিয়েছেন তিনি | গতকাল তিনি টুইট করে লেখেন, “এইমাত্র জানলাম কোভিদ রিপোর্ট পজেটিভ এসেছে | বিগত কিছুদিন যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের অনুরোধ করছি কোভিড পরীক্ষা করিয়ে নিতে” |
প্রসঙ্গত প্রথম ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন বিগ বি | সেই সময় একটি বেসরকারি হাসপাতালে কিছুদিন ভর্তি থাকেন তিনি | বর্তমানে” কোন বানেগা ক্রোড়পতি ১৪” তম সিজেনের শুটিং করছিলেন সিনিয়র বচ্চন | আপাতত শুটিং স্থগিত রাখতে হবে বলেই মনে করা হচ্ছে |

                                        
                                        
                                        
                                        
More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়