রাত পোহালেই স্বাধীনতার অমৃত উৎসবে সামিল হবে তিলোত্তমা । তার আগেই সেজে উঠেছে কলকাতা হাইকোর্ট, ভিক্টোরিয়া, মেডক্যাফে সহ শহরের একাধিক ঐতিহ্য ভবন ও শৌধ | ১৫ ই আগস্টে নিরাপত্তায় কড়া নজরদারি থাকবে রেড রোডে |
এ বছর স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বছর পূর্ণ হবে | তাই দেশজুড়ে চলছে আজাদী কা মহাউৎসব | শনিবার থেকে সোমবার অর্থাৎ ১৫ ই আগস্ট পর্যন্ত দেশের প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | স্বাধীনতার ৭৫ বছরে সেজে উঠছে কলকাতা | শহরের ব্রিটিশ আমলের সৌধ গুলি ঝলমল করে উঠলো তেরঙ্গা আলোয় | পাশাপাশি জানা গিয়েছে, আগামীকাল কলকাতা থাকবে পুলিশের নিরাপত্তা চাদরে মোরা |
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির