সব ঠিকঠাক থাকলে সম্ভবত পুজোর আগেই যেন টানা ব্রিজ খুলে দেওয়া হয় এমনটাই চেয়েছেন মুখ্যমন্ত্রী | নির্মিত টালা ব্রিজের ৯০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে |
সাড়ে চারশো কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে এই টালা ব্রিজ | নির্মাণ কার্য একেবারে শেষ পর্যায়ে | বাকি রয়েছে সেতুর উপরের রাস্তা এবং পাশের রেলিং বসানোর কাজ | একেবারে শেষে রং করা হবে সেতুর মূল স্ট্রাকচারে রেলিংয়ে |
প্রসঙ্গত কাজের অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে সেপ্টেম্বরের সেতুর কাজ শেষ হয়ে যাওয়ার কথা | অর্থাৎ মহালয়ার মধ্যে টালা ব্রিজ চালু করার ইচ্ছে মুখ্যমন্ত্রীর | আবহাওয়া অনুকূল থাকলে সময়ের মধ্যে শেষ হবে কাজ | এবং মহালয়া দিনই চালু হতে পারে এই সেতু |
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী