December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পুজোর আগেই খুলে যেতে পারে টালা ব্রিজ

সব ঠিকঠাক থাকলে সম্ভবত পুজোর আগেই যেন টানা ব্রিজ খুলে দেওয়া হয় এমনটাই চেয়েছেন মুখ্যমন্ত্রী | নির্মিত টালা ব্রিজের ৯০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে |

সাড়ে চারশো কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে এই টালা ব্রিজ | নির্মাণ কার্য একেবারে শেষ পর্যায়ে | বাকি রয়েছে সেতুর উপরের রাস্তা এবং পাশের রেলিং বসানোর কাজ | একেবারে শেষে রং করা হবে সেতুর মূল স্ট্রাকচারে রেলিংয়ে |

প্রসঙ্গত কাজের অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে সেপ্টেম্বরের সেতুর কাজ শেষ হয়ে যাওয়ার কথা | অর্থাৎ মহালয়ার মধ্যে টালা ব্রিজ চালু করার ইচ্ছে মুখ্যমন্ত্রীর | আবহাওয়া অনুকূল থাকলে সময়ের মধ্যে শেষ হবে কাজ | এবং মহালয়া দিনই চালু হতে পারে এই সেতু |