
কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় বাড়বে তাপমাত্রা | সঙ্গে আদ্রতা জনিত অস্বস্তিও | এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর | আজ সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যায় কলকাতায় | বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতায় |
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায় | অন্যদিকে বাকি জেলাগুলিতেও কিছুটা বাড়বে বৃষ্টির পরিমাণ |
আজ কলকাতা সারাদিন আংশিক মেঘলা থাকবে | পাশাপাশি বাড়বে তাপমাত্রা | বিক্ষিপ্ত বৃষ্টির জেরে বাড়ছে আপেক্ষিক আদ্রতার পরিমাণ | যার ফলে ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.3 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 89 শতাংশ |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন