প্রাণ নাশের হুমকি পাওয়ার পরেই বলিউড সুপারস্টার সালমান খান অস্ত্র রাখার অনুমতি চেয়ে অনুরোধ জানান | সেই আবেদন মঞ্জুর করা হয় বলে জানিয়েছে মুম্বাই পুলিশ |
প্রসঙ্গতা সালমান খান কয়েক সপ্তাহ আগে মুম্বাই পুলিশ কমিশনারের সাথে দেখা করেন তাকে অভিনন্দন জানানোর জন্য | কারণ কমিশনার তার পুরনো বন্ধু | এবং জানা যায় তখনই বলিউড ভাইজান অস্ত্র লাইসেন্স এর জন্য আবেদন করেছিলেন | সালমান খান প্রাণনাশের হুমকি পাওয়ার পরে ভাইজান একটি বুলেটপ্রুফ গাড়ি ও কিনেছেন বলে জানা গিয়েছে | গাড়িটি যেকোনো অপ্রীতিকর ঘটনা থেকে তাকে বাঁচাতে পারে |

                                        
                                        
                                        
                                        
More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়