দুদিনের জন্য ইডি হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় | তবে এসএসকেএম হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় কে রাখতে চায় না ইডি |
রাজ্যের কোন নেতাই জিজ্ঞাসাবাদে মুখোমুখি হলেই এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছেন | সেই বিষয় থেকেই এবার এসএসকেএম হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় কে ভর্তি রাখতে নারাজ ইডি |
ইতি মধ্যে ইডি আইনজীবী ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর মধ্যে বাদানুবাদ হয়ে গিয়েছে |
আদালতের তরফের দিল্লি এমস এর চিকিৎসকদের দিয়ে পার্থর চিকিৎসা করানোর প্রস্তাব দেওয়া হয়েছে | তবে ইডির তরফে বলা হয় কল্যাণী এমস এর চিকিৎসকদের দিয়ে পার্থর চিকিৎসা হতে পারে | তবে বিচারপতি বলেন কল্যাণী এমস এর উপর কোন ভরসাই নেই ওখানে নিয়োগ নিয়ে অভিযোগ রয়েছে | পাশাপাশি ভুবেনশ্বর এমস এর কথা বলেন বিচারপতি |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী